বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনসংক্রান্ত গভর্নিং কাউন্সিলের সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর বলেছেন, বিপিএল থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন অবকাঠামো এবং এ দেশের ক্রিকেটের উন্নয়নে ব্যয় করা হবে। এই প্রতিযোগিতার জন্য একটি টাকাও খরচ করা হবে না।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আলমগীর এ কথা বলেন।
বিপিএলে ফ্রেঞ্চাইজি মডেল বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন। এই নতুন মডেল নিয়ে নিজেদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল স্বীকার করে আলমগীর বলেন, ‘এই মডেলটি কী, এটা বুঝতেও আমাদের সময় লেগেছে। একইভাবে বিপিএলে যে করপোরেট হাউসগুলো দল কিনবে, তাদেরও এ বিষয়ে বোঝানো হয়েছে যে এটা দুই মাসের কোনো পরিকল্পনা নয়। একটি করপোরেট নাইট করেছি। তাতে করপোরেট হাউসগুলোর প্রতিনিধিদের সামনে বিপিএলের কার্যক্রম তুলে ধরেছি আমরা।’
আলমগীর আরও বলেন, ‘মাত্র একটি প্রতিযোগিতা দিয়েই শেষ নয়। ৬ বছরের জন্য দায়িত্ব নিতে হবে করপোরেট হাউসগুলোকে। অনেক করপোরেট হাউসের ধারণা ছিল, একটি দল কিনে তা পরিচালনা করতে ৪০ থেকে ৫০ লাখ ডলার প্রয়োজন হবে। কিন্তু এটা ভুল ধারণা। কারণ বিপিএলে একটি দল কিনে তা পরিচালনা করতে ২৫ লাখ ডলারের বেশি লাগবে না।’
নিলাম কার্যক্রমে দেশি-বিদেশি ক্রিকেটারদের বিডিংয়ের অর্থ কতটা পার্থক্য হতে পারে? এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সঙ্গে তাল মিলিয়েই টাকার পরিমাণ নির্ধারণ করব আমরা।’
আগামী ১০ জানুয়ারি দল কেনার নিলামের জন্য বাংলাদেশের অন্তত সাতটি কোম্পানি ফর্ম কিনেছে উল্লেখ করে আলমগীর বলেন, ‘কোম্পানিগুলোর অনুরোধের কারণে আমরা নামগুলো ঘোষণা করতে পারছি না।’
Source: prothom-alo.com
No comments:
Post a Comment