বিপিএল’র টিকিট বিক্রয় কেন্দ্র
বিপিএল’র টিকিট বিক্রয় কেন্দ্র
  
 বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র টিকিট দর্শকদের হাতে পৌঁছে দেওয়ার 
জন্য ২০টি বুথ খুলেছে কর্তৃপক্ষ । আগ্রহীরা নির্দিষ্ট বুথ থেকে নির্ধারিত 
মূল্য দিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন।
  বিপিএলের ২০টি টিকিট বুথের
 ঢাকার শাখাগুলো হচ্ছে ফরেন এক্সচেঞ্জজ শাখা, বিমান ভবন (ফাস্ট ফ্লোর), ১০০
 মতিঝিল সি/এ, বংশাল শাখা, প্রথম ও দ্বিতীয় ফ্লোর, ৮৮ শহীদ সৈয়দ নজরুল 
ইসলাম সরণী, ইমামগঞ্জ শাখা, ইমামগঞ্জলেন, 
ইমামগঞ্জ বাজার, ধানমন্ডি মডেল শাখা, হোল্ডিং নম্বর-২৭৫/জি (গ্রাউন্ড 
ফ্লোর), রোড নং-২৭ ধানমন্ডি, গুলশান শাখা, প্লট # ৭, ব্লক # এসই (ডি), 
হোল্ডিং # ২৪, গুলশান এভিনিউ, শুলশান-১, বনানী শাখা, ৭৩/বি কামাল আতার্তুক 
এভিনিউ, মোহাখালী শাখা, ১০০, বীর উত্তম এ কে খন্দকার রোড, মগবাজার শাখা, ৭০
 আউটার সার্কুরার রোড, বড় মগবাজার, মিরপুর শাখা, প্রথম ও দ্বিতীয় ফ্লোর, 
প্লট # ১, রোড-৫, ব্লক-এ সেকশন # ১০ এবং উত্তরা শাখা, হাউজ # ১, রোড # ১৩, 
সেক্টর #১।
  
 নারায়ণগঞ্জ শাখার টিকিট পাওয়া যাবে ২৬-২৯ এস. এম 
মালেহা রোড, তানবাজারে।
 চট্টগ্রামের আগ্রবাদ শাখা চেম্বার হাউজ, ৩৮ 
আগ্রাবাদ সি/এ, জুবলি রোড শাখা, ১৮৩ জুবলি রোড, সিডিএ এভিনিউ শাখা, 
গ্রাউন্ড ফ্লোর, হোল্ডিং নং-৫৬৫/এ, সিডিএ এভিনিউ, ইস্ট নাসিরাবাদ এবং 
কক্সবাজার শাখা, রকশিত মার্কেট, মেইন রোড।
  
 এছাড়া সিলিটের 
লালদিঘিপুর শাখা, ৯৬০ লালদিঘিপুর, পিএস কোতুয়ালী সিলেট, 
বরিশাল শাখা, 
তালুকদার ম্যানশন, ৮৬, সদর রোড ওয়ার্ড নম্বর ১৭, কোতুয়ালী বরিশাল
রাজশাহী 
শাখা, ৭৩, গনক পারা, সাহেব বাজার
 বগুড়া শাখা, হোল্ডিং-৭১২/৭৮৯, কাজী নজরুল
 ইসলাম রোড, ঝাউতলা 
খুলনা শাখার টিকিট বিক্রি হবে ২বি, কেডিএ এভিনিউয়ে।
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment